-
- নীড় পাতা, প্রয়োজনীয় ওষুধ
- ডিপলেইড কোম্পানীর তৈরী করা প্রয়োজনীয় কিছু ইউনানী ওষুধ – পর্ব ০২
- পোস্ট করা হয়েছে: জুলাই, ২৪, ২০২০, ৮:৪৭ অপরাহ্ণ
- 218 বার পড়া হয়েছে;
ডিপলেইড কোম্পানীর ইউনানী ওষুধ
হোমিওপ্যাথিক ও এর সাথে আনুষঙ্গিক ওষুধ উৎপাদনে বাংলাদেশে যেসব কোম্পানী/ফার্মাসিউক্যাল কোম্পানী আছে তার মধ্যে ডিপলেইড এর নাম উল্লেখযোগ্য। প্রায় সমগ্র বাংলাদেশেই ডিপলেইড কোম্পানীর ওষুধ পাওয়া যায়। ওষুধের গুণগত মান যথেষ্ট ভালো। আমি নিজেও ডিপলেইড কোম্পানীর অনেক ওষুধ ব্যবহার করি। আজ সানরাইজ৭১ এ এই কোম্পানীর তৈরী করা কিছু ইউনানী ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলোঃ
- ফিবরিন (ট্যাবলেট বোখার): মৌসুমী জ্বর, ইনফ্লুয়েঞ্জা জ্বর, ভাইরাসজনিত সর্দিজ্বর, ব্যাকটেরিয়া সংক্রমণজনিত জ্বর, মাথা ব্যথা, পেশী ব্যথা, দাঁত ব্যথা, কান ব্যথা, ঋতুস্রাবজনিত ব্যথা ও মচকানো ব্যথায় উপযোগী।
- রিমেক্স (ক্যাপসুল আওজা): বাত ব্যথা – প্রদাহ জনিত বাত ব্যথা, গেঁটে বাত, কোমরের ব্যথা, সায়েটিকা ও সন্ধি প্রদাহ। আঘাত জনিত ব্যথা – মচকানো, মাংসপেশীর ব্যথা, পৃষ্ঠ বেদনা ও নরম কোষ কলার ব্যথা।
- রিউফেন (অয়েন্টমেন্ট রওগন সূর্খ): সন্ধি ব্যথা, সন্ধি ফুলা, কোমরের ব্যথা, পেশীর ব্যথা, গেঁটে বাত।
- রুবা (অয়েন্টমেন্ট আজীব): মাথা ব্যথা, মাংসপেশীর ব্যথা, কাটা, পোড়া, মচকানো, থেতলানো, পৃষ্ঠ বেদনা, কটিশুল।
- এনটিকো (সিরাপ এজায): শুষ্ক কাশি, এলার্জি জনিত কাশি, ধুমপানজনিত কাশি, বুকে কফ জমা, সর্দি, পুরাতন কাশি, স্বরভঙ্গ, ব্রংকাইটিস, টনসিলাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, কণ্ঠনালীর প্রদাহ, ইনফ্লুয়েঞ্জা।
- একভিট (সিরাপ মভেয): ক্ষুধামন্দা, অপুষ্টিজনিত সমস্যা, রক্তস্বল্পতা, দুর্বলতা, স্নায়ুবিক দুর্বলতা, মানসিক অবসাদ, কোষ্ঠকাঠিন্য, শিশুর শারিরীক বৃদ্ধি বাধাগ্রস্থ হওয়া ইত্যাদিতে কার্যকর। ভিটামিন ‘এ’ ও ‘সি’ এর অভাবজনিত উপসর্গ, পাকস্থলী ও লিভারের দুর্বলতা দূর করে।
- ডিগ্লোবিন (সিরাপ ফাওলাদ): রক্তস্বল্পতা, লোহিত রক্ত কণিকার অভাব, ক্ষুধামন্দা, লিভারের দুর্বলতা।
- ফেমোলেড (সিরাপ নিসা): অনিয়মিত ঋতুস্রাব, ব্যথাযু্ক্ত ঋতুস্রাব, ঋতুবদ্ধতা, শ্বেত প্রদর, জরায়ুর দুর্বলতা, জরায়ু প্রদাহে উপকারী।
- রিকেল (ক্যাপসুল রেহমীন): সাদা স্রাব, অনিয়মিত ঋতুস্রাব, ব্যথাযুক্ত ঋতুস্রাব, জরায়ুর দুর্বলতা, জরায়ুর প্রদাহ, অধিক শ্বেত স্রাবের কারণে জরায়ু স্নায়ু সমুহ দুর্বল হলে ও চেহারার লাবণ্যতা লোপ পেলে।
- ফানসি (অয়েন্টমেন্ট খারিশ): খোঁস-পাচড়া, পুরাতন ঘা, একজিমা ও যাবতীয় চর্মরোগে উপকারী।
- হেমোডিজ সিরাপ (সিরাপ মুছাফ্ফী): রক্তদুষ্টি, খোঁস-পাঁচড়া, ফোঁড়া, চর্মরোগ, কোষ্ঠকাঠিন্য ও ত্বকের প্রদাহ দূর করে। এছাড়া ব্রণ, ফুঁসকুড়ি, বিবর্ণতা, আর্টিকেরিয়া, চুলকানি, খুজলী-পাঁচড়া ইত্যাদি নিরাময় করে। বাড়তি ওজন কমিয়ে স্লিম ও স্মার্ট করে।
- ডায়ানো (ক্যাপসুল জিয়াবিত): ডায়াবেটিস মেলাইটাস বা শর্করাযুক্ত বহুমূত্র। বিশেষ করে – নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস রোগীর জন্য।
- কালোজিরা (ক্যাপসুল নাইজেলা স্যাটাইভা): রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব, জ্বর, সর্দি, কফ, ব্রঙ্কাইটিস, পেট ব্যথা, বদহজম, বমি, একজিমা, বাত ব্যথা, স্তন্যদুগ্ধ স্বল্পতা।
[বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।]
আরও পড়ুন:
Leave a Reply