-
- নীড় পাতা, মনোরোগের চিকিৎসা
- মানসিক রোগের লক্ষণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা
- পোস্ট করা হয়েছে: আগস্ট, ৭, ২০২০, ৯:২২ অপরাহ্ণ
- 93 বার পড়া হয়েছে;
মানসিক রোগ
শারীরিক ব্যাধি মানুষের নানা রকম ক্ষতি করে। মানসিক ব্যাধিও কম ক্ষতি করে না। আজকের সানরাইজ৭১ এর এই পোস্টে আমরা মানসিক রোগ নিয়ে আলোচনা করবো। হোমিওপ্যাথিক চিকিৎসায় মানসিক রোগও আরোগ্য হয়। ঠিকমতো লক্ষণ বিচার করে ওষুধ প্রয়োগ করলে অল্পতেই রোগী রোগমুক্ত হতে পারে। মানসিক রোগের চিকিৎসা করার আগে সঠিক কারণ কি তা অনুসন্ধান করা দরকার। কারণের সঙ্গে লক্ষণ নির্ভুলভাবে মিলিয়ি ওষুধ প্রয়োগ করলে রোগী পূর্বাবস্থা অনায়াসেই ফিরে পেতে পারে।
কয়েকটি মানসিক অবস্থার চিকিৎসাঃ
- খিটখিটে মেজাজ হওয়া – ক্যামোমিলা ৬।
- কোনো জন্তু দেখতে পাচ্ছে মনে হওয়া – ওপিয়াম ৬।
- ইঁদুর দেখতে পাওয়া – ইথুজা ৬।
- অন্যমনস্ক ভাব লক্ষণে – ক্যানাবিস ইন্ডিকা ১।
- ভূত-প্রেত দেখতে পাওয়া – স্ট্র্যামোনিয়াম ৬।
- কোনো বিষয়ে মনোনিবেশ করতে না পারা – ইথুজা ৬।
- নিজের দেহ খন্ডিত দেখা – ব্যাপ্টিসিয়া ৬।
- পরীক্ষার ব্যাপারে হতাশ হওয়া- ইথুজা ৬-৩০।
- নীরবে রোদন, বিমর্ষ-ভাব, চোখের পানি ফেলা, একা থাকার ইচ্ছা – ইগ্নেসিয়া ৩০।
- ধর্মচিন্তা, বিমর্ষভাব লক্ষণে – নাক্সভমিকা ৩।
- রক্তচাপ বৃদ্ধিতে – প্যাসিফ্লোরা (মাদার)।
- চিৎকার করা, অনবরত বকবক করা – স্ট্র্যামোনিয়াম ৬।
- রোগিনীর রোগের কথা বলার সময় কান্না – পালস ৬।
- অনবরত কথা বলা – ল্যাকেসিস ৬, স্ট্র্যামোনিয়াম ৩, বেলেডোনা ৬।
- স্মৃতিশক্তি হ্রাস পাওয়া বা দুর্বলতায় – অ্যাসিড ফস ৬।
- পাগল হয়ে যাচ্ছে মনে হওয়ায় – প্লাটিনা ৩০।
- খামখেয়ালী মেজাজ – স্ট্যাফিস্যাগ্রিয়া ৬, ক্যামোমিলা ৬।
- লোকের সঙ্গ ভালোবাসা – লাইকোপোডিয়াম ৩০।
- লোকের সঙ্গ লাভে বিরক্তি – নাক্সভমিকা ৬।
- উৎকণ্ঠা থাকা – সালফার ৩০।
- রাগ চেপে রাখায় উপসর্গ দেখা দিলে – ক্যামোমিলা ৬।
- রাগ ভালো হবে মনে করে নিরাশ হওয়া – আর্সেনিক ৬।
- উদাসীন ভাব থাকা – অ্যাসিড ফস ৩।
- অস্থিরতা ভাব থাকা – আর্সেনিক ৬, সালফার ৩০, অ্যাকোনাইট ৩।
- সব বিষয়ে টনটনে জ্ঞান থাকা – কফিয়া ৬।
- কথা বলার ইচ্ছে না থাকা – অ্যাসিড ফস ৬।
- কাউকে খুন করার ইচ্ছে জাগে – হায়োসায়েমাস ৩।
- আত্মহত্যা করার ইচ্ছা জাগে – অরাম মেট ৩০।
লোকে কথায় বলে ‘চিন্তায় চিন্তায় মাথার চুল পেকে গেল’। এটা নিতান্ত কথার কথা নয় – বাস্তবেও এমন ঘটনা ঘটে। ইউরোপীয় মহাযুদ্ধের প্রথমে ইংল্যান্ডের বিদেশ-মন্ত্রী স্যার এডওয়ার্ড গ্রে’র চুল এক রাতের মধ্যে সাদা হয়ে গিয়েছিল। শরীরের যেমন প্রভাব আছে মনের ওপর – তেমনি মনেরও প্রভাব পড়ে শরীরের ওপর। একটির সঙ্গে অপরটি ওতপ্রোতভাবে জড়িত। মন যদি ভালো থাকে তাহলে কাজে স্পৃহা থাকে বা উদ্যম থাকে। আবার শরীর যদি ভালো থাকে তাহলে মন-মেজাজও ভালো থাকে। সুতরাং একটিকে বাদ দিয়ে অপরটিকে চিন্তা করা মোটেও উচিত নয়।
এই আলোচনার এখানেই সমাপ্তি টানলাম। আগামী দিনে আবার মানসিক রোগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই সুস্থ্য ও সুন্দর থাকুন। করোনা’র এই সময়ে নিজেকে যতোটা সম্ভব সাবধানে রাখুন।
[বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।]
আরও পড়ুন:
Leave a Reply