সানরাইজ৭১ এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করবো প্রয়োজনীয় কিছু রোগের ভেষজ চিকিৎসা নিয়ে। পুরো পোস্ট মনোযোগ দিয়ে পড়ুন। আশা করি, উপকৃত হবেন। কথা নয় – চলে যাচ্ছি সরাসরি মূল আলোচনায়।
রোগের কারণঃ অল্প আলোতে পড়াশুনা, জোরালো আলোতে পড়াশুনা, অতিরিক্ত মাদক দ্রব্য সেবন, স্নায়ুবিক দুর্বলতা প্রভৃতি কারণে দৃষ্টি শক্তি হ্রাস পায়।
চিকিৎসাঃ ১০০ মিলি গরম দুধের সঙ্গে ৪ গ্রাম হেলেঞ্চার রস মিশিয়ে সকাল ও সন্ধায় মাস খানেক খেলে দৃষ্টি শক্তির দুর্বলতা কেটে যায়।
পথ্যঃ হেলেঞ্চা ভাতে ও কলমী শাকের ঝোল-ভাত খাওয়া উপকারি।
রোগের কারণঃ কানে আঘাত লাগা, ঠাণ্ডা লাগা সহ প্রভৃতি কারণে এই রোগ হয়।
লক্ষণঃ জ্বর হয় এবং কানে যন্ত্রণা হয়।
চিকিৎসাঃ ২ চামচ করে রসুন ও পেঁয়াজের রস মিশিয়ে গরম করে ২ ফোঁটা করে ৩ বার কানে দিলে কানের যন্ত্রণা কমে।
পথ্যঃ টক জাতীয় জিনিস ছাড়া সবই খাওয়া যায়।
রোগের কারণঃ কানে পানি ঢুকে এবং ঠাণ্ডা লেগে এই রোগ হয়।
লক্ষণঃ কান থেকে পানির মতো পাতলা দুর্গন্ধযুক্ত পুঁজ বের হয় এবং কানে যন্ত্রণা হয়।
চিকিৎসাঃ রসুনের রস গরম করে কানে দিলে কান পাকা ভালো হবে। যতদিন না সারে ততদিন দিতে হবে।
রোগের কারণঃ দাঁত যদি অপরিষ্কার থাকে, অতিরিক্ত ঠাণ্ডা লাগে, পেটের গোলমাল হয় এবং দাঁতে পোকা লাগলে তবে দাঁতের যন্ত্রণা হয়।
লক্ষণঃ মাড়ি ফুলে উঠে, অনবরত রি রি করতে থাকে।
চিকিৎসাঃ ১৫০ গ্রাম নারিকেল পাতা, ১০০ গ্রাম পেঁপে পাতা, ১০০ গ্রাম ভেরেণ্ডা পাতা, ১০ গ্রাম মতিহারি তামাক রোদে ভালো করে শুকিয়ে পুড়িয়ে তার ছাই ন্যাকড়ায় ছেঁকে নিয়ে তার ভেতর ১০ গ্রাম মেন্থল গুঁড়ো, ১০ গ্রাম ফিটকিরির গুঁড়োও ৫ গ্রাম কর্পূর মিশিয়ে একটা শিশিতে ভরে রাখুন। রোজ অন্ততঃ একবার করে মাস দুয়েক ঐ ছাই দিয়ে দাঁত মাজুন। দাঁতের যন্ত্রণা কমবে এবং দাঁত মজবুত হবে।
পথ্যঃ নরম ও তরল জাতীয় খাদ্য খেতে হবে।
আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আবারও ফিরে আসবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের যত্ন নিন এবং সাবধানে থাকুন।
এই পোস্টটি যদি আপনার ভালো লাগে এবং প্রয়োজনীয় মনে হয় তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।
[বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।]
Leave a Reply