সানরাইজ৭১ এ আপনাকে স্বাগতম। আশা করছি, ভালো আছেন। আজ আমরা আলোচনা করবো অ্যালোপ্যাথি অনুযায়ী ধ্বজভঙ্গ রোগের চিকিৎসা নিয়ে। মূল আলোচনায় যাচ্ছি।
সঙ্গমে স্ত্রী সহবাসে সম্পূর্ণ বা আংশিক অক্ষমতাকে ধ্বজভঙ্গ (Impotency) বলা হয়।
অপ্রকৃতিস্থ যৌন সংস্রব বা হস্তমৈথুন, অতিরিক্ত বীর্যপাত, বেশী পরিশ্রম ও পুষ্টির অভাব আবার কারও কারও হরমোন অর্থাৎ পুরুষোচিত গুণাবলীর অভাব এবং দীর্ঘদিন যৌনরোগে আক্রান্ত হয়ে ভুগলে এই রোগ হয়ে থাকে।
সাধারণত আমাদের দেশের মানুষের ১৮ বছর থেকে ৫৫ বছর পর্যন্ত রতি সম্ভোগ সুখের ইচ্ছা এবং শক্তি বলবৎ থাকে। তবে ক্ষেত্র বিশেষে এর ব্যতিক্রমও দেখা যায়।
১। উত্তেজনা আনলেও লিঙ্গ দৃঢ় ও শক্ত হয় না এবং উথ্যান হয় না।
২। বীর্যপাত হতে চায় না – হলেও ২/১ ফোটা হয়।
৩। অনেক চেষ্টার পরেও উত্তেজনা আনলেও অনুভূতি জাগে না।
Urine R/M/E
RBS
VDRL
বদ অভ্যাস যদি থাকে তা অনতিবিলম্বে ত্যাগ করতে হবে। সংশ্লিষ্ট অন্য রোগের বা মানসিক বা দৈহিক কারণ খুঁজে বের করে চিকিৎসা করতে হবে। প্রচুর প্রোটিন জাতীয় এবং ভিটামিন ও মিনারেল জাতীয় খাদ্য খেতে হবে যেমন – দুধ, ডিম, মাছ, মাংস ইত্যাদি।
১। ভিটামিন জাতীয় ওষুধঃ
Cap. B-50
Cap. V-Plex
Cap. Beforte
Tab. Aristovit-B
Tab. Opsovit
Tab. Microvit
উপরের ওষুধগুলোর যে কোন একটি ডাক্তারের পরামর্শ মতো খেতে হবে।
মাত্রাঃ প্রতিবার ১টি করে দিনে ৩ বার খেতে হবে খাবার পর।
২। অ্যান্টিবায়োটিক প্রয়োগঃ প্রস্রাবের দোষ থাকলে Antibiotic দ্বারা দোষ মুক্ত করতে হবে।
মাত্রাঃ ১টি করে দিনে ৩ বার অথবা ২ চামচ করে দিনে ৩ বার।
৩। আয়রন বা লৌহ জাতীয় ওষুধঃ
Cap. Feofol
Cap. Ferocit TR
Cap. Hefdin SR
মাত্রাঃ দিনে মাত্র ১ বার ১টি Capsule খেতে হবে। অথবা,
Cap. Feofol
Cap. Hepolin SR
মাত্রাঃ প্রত্যহ দুপুরে খাবার পরে ১টি করে। অথবা,
Sy. Aristoteron
Sy. Dyaferon
Sy. Glucoferon
Sy. Fe-plus
মাত্রাঃ ২ চামচ করে দিনে ৩ বার আহারের পরে সেব্য।
৪। ক্যালসিয়ামের জন্যঃ
Tab. Ostocal
Tab. A-Cal
Tab. Sandocal
মাত্রাঃ প্রত্যহ ১টি করে দিনে ৩ বার ১৫ দিন।
৫। ভিটামিন E-যুক্ত ওষুধঃ
Tab. Evit
Cap. E-Cap
Cap. E-Cap
মাত্রাঃ ১টি করে দিনে ২ বার আহারের পরে সেব্য।
৬। পুরুষ হরমোন জাতীয় ওষুধঃ
Cap. Andriol
মাত্রাঃ ১+১+১ অথবা ২+২+২
৭। Antioxidant Vitamin খাবার দেয়ার নিয়মঃ
Tab. Rex
Tab. Tanox
Tab. Tasty
মাত্রাঃ প্রত্যহ খাবার পরে ১টি মাত্র ১ বার।
৮। VDRL Positive 12 Lac Peniciline ব্যবহারঃ
Tab. Rex
Tab. Tanox
Tab. Tasty
Cap. Lividex
মাত্রাঃ ০+০+২
১। অতিরিক্ত কামশীল মনোভাব, অসৎ চিন্তা দূর করতে হবে।
২। রাত্রি জাগরণ, অধিক পরিশ্রম পরিহার করতে হবে।
৩। মানসিক শান্তি ও দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে।
৪। পুষ্টিকর খাদ্য গ্রহণের অভ্যাস ও নেশা ত্যাগ করতে হবে।
আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আবারও নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে অন্য দিন হাজির হবো। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নশীল হউন এবং সাবধানে থাকুন।
এই পোস্টটি যদি আপনার ভালো লাগে এবং প্রয়োজনীয় মনে হয় তবে অনুগ্রহ করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।
[বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।]
আপনার কথা অনেক ভাল লেগেছে আমি আপনার লিখে দেয়া ওষুধ গুলো খাব
আপনাকে ধন্যবাদ।