সানরাইজ৭১ এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করবো অর্শ ও ভগন্দর রোগের ভেষজ ও কবিরাজী চিকিৎসা নিয়ে। তো আর কথা নয় – সরাসরি যাচ্ছি মূল আলোচনায়।
মলদ্বারের ভিতরে ও বাইরে শিরা স্ফীত ও বর্ধিত হয়ে মটরের মত বলি বের হয়। কখনো তা একটি থাকে। কখনও শাখা প্রশাখা বের হয়। কোষ্ঠকাঠিন্যের জন্য, যকৃতের দোষে, মাদক দ্রব্য সেবন, অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেলে এই রোগ হয়।
রক্তস্রাব হয়, মলদ্বারে জ্বালা হয়, কুটকুট করে।
গাঁদাল পাতা, দূর্বার রস, কাঁচা হলুদের রস এবং হরিতকি চূর্নের প্রত্যেকটির ৪ চামচ করে মিশিয়ে রোজ সকালে ও সন্ধ্যায় ২ বার করে ২ চামচ করে খেতে হবে।
পেঁপে, ওল, আখ, ডুমুর, কচু, পুরনো চালের ভাত এবং মাখন খাবেন। টক, ঝাল, মিষ্টি ও গুরুপাক কোন খাবার খাবেন না।
সবজির মধ্যে ওল একটি উপকারী তরকারী। এছাড়া, মান কচু, পাকা (গাছ পাকা) পেঁপে না হলে কাঁচা পেঁপেই ভালো, পটল, ডুমুর, চাল কুমড়ো, মুলা, লাউ, উচ্ছে, মোচা, হেলেঞ্চাশাক, পরিমাণ মত ভাত যা মলমূত্র ত্যাগের সময় অন্তরায় বা কোত দিতে না হয়।
এক্ষেত্রে ভূষি সহ আটার রুটিও ভালো ফল দেয়। অতিরিক্ত ঝাল মশলা বিহীন খাবার এই রোগের বিশেষ পথ্য। মাছ, মাংস বিশেষ ভাবে বর্জনীয় তবে দৈনিক নিয়ম করে দুপুরে ঘরে পাতা টক দই এর ঘোল বিশেষভাবে ফল দেয়।
ভগন্দর রোগটা ফোঁড়ার মত। প্রথমে মলদ্বারের চারপাশে ফুস্কুরির মতো হয়। তারপর তা বেশ বড় হয়, ফুলে যায় এবং কয়েকদিন পরে তাতে পুঁজ জন্মায়, খুব যন্ত্রণা হয় কিন্তু পূঁজ বের হবার মুখ থাকে না।
নিমপাতা সিদ্ধ পানি দিয়ে ঐ যন্ত্রণার জায়গা ধুয়ে দিলে বেদনার কিছুটা উপশম হয়।
মাছ, মাংস, ডিম এবং সমস্ত প্রকার গুরুপাক আহার ত্যাগ করতে হবে। হালকা অথচ পুষ্টিকর খাবার খেতে হবে।
আজ এখানেই শেষ করছি। ফিরে আসবো অন্য দিন নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। করোনাকে ভয় নয় – সাবধানতা ও সচেতনতাই যথেষ্ট।
এই পোস্টটি যদি আপনার ভালো লাগে এবং প্রয়োজনীয় মনে হয় তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।
[বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।]
Leave a Reply