প্রতিদিন কিসমিস খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।
আসুন জেনে নেই কিসমিস মেয়েদের স্বাস্থের কি কি উপকার সাধন করে:-
১) জ্বর নিরাময় করে:-
কিশমিশ রয়েছে প্রচুর পরিমানে ব্যাকটেরিয়ারোধী, এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ।
এটা ভাইরাল এবং ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে জ্বর নিরাময় করতে সাহায্য করে।
২) ক্যান্সার দূর করে:-
এক টেবিল চামচ কিশমিশ ১ গ্রাম পরিমাণ আঁশ থাকে। কিসমিসের অ্যান্টিঅক্সিডেন্ট দেহের কোষগুলোকে ফ্রি র্যাডিক্যাল ড্যামেজের হাত থেকে রক্ষা করে এবং ক্যান্সারের কোষ উৎপন্ন হওয়ায় বাধা প্রদান করে।
৩) হজমে সাহায্য করে:-কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের পরিপাকক্রিয়া দ্রুত হ’তে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।
৪) রক্তশূন্যতা দূর করে:-
কিশমিশে আছে, প্রচুর পরিমাণে লৌহ উপাদান, যা রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে।
৫। এসিডিটি কমায়:-
রক্তে অধিক মাত্রায় এসিডিটি অম্লতা বা টক্সিসিটি
বিষ উপাদান থাকলে, তাকে বলা হয়, এসিডোসিস। এসিডোসিসের রক্তে অম্লাধিক্য কারণে বাত, চর্মরোগ, হৃদরোগ ও ক্যান্সার হতে পারে। কিশমিশ রক্তের এসিডিটি কমায়।
সুত্রঃ ইন্টারনেট
Leave a Reply