ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা । ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০% এরই এ রোগটি কমবেশি হয়ে থাকে।
২০ বছর বয়সের পর নিজে থেকেই ভাল হয়ে যায়। ব্রনের মূলে যে জিনিস তার নাম কমেডো (চাপ দিলে তাতে ভাতের দানার মতো বের হয়), তবে কখনও কখনও শুধু দানা আকারে,পুজ সহকারে গহ্বরযুক্ত দানা বা বড় গোটার আকারে দেখা দিতে পারে। সাধারনত মুখমন্ডলেই (গাল,নাক,কপাল,থুতনি) বেশিরভাগ ক্ষেত্রে দেখা দেয়। তা ছাড়া ঘাড়, শরীরের উপরের অংশে, হাতের উপরের অংশে ইত্যাদি স্থানেও ব্রন হয়ে থাকে।
পরামর্শঃ
* ফেসিয়াল,স্টিমবাথ এবং মুখের বাষ্পভাব দিলে সুফল পেতে পারেন।
* মিষ্টি ও গরম মসলাযুক্ত খাবার পরিহার করতে হবে।
* অতিরিক্ত রাত্রিজাগরন করবেন না।
* পচুর পানি পান করুন,শাক-সবজি,টাটকা মৌসুমি ফল খান।
বাজারে হাজারও ক্রিম/লোশন আছে , টিভি অন করলেই মাথা খারাপ হবার অবস্থা । এই হারবাল ক্রিম, ওমুক ভাইয়ের এরোমা । সবাই বলে ব্রন থেকে চির মুক্তি পেতে তাদের পন্যই সেরা । আসল কথা হল ওই পন্য গুলো ক্ষতি ছাড়া, ব্রন ভাল করার কোনো ক্ষমতা রাখেনা।
চিকিৎসাঃ
* কচি নিমপাতা ও কাঁচা হলুদ একত্রে বেটে ব্রনে লাগিয়ে রাখুন ৩০ মিনিট । এতে ব্রন ও দাগ চলে যায় । ২০ থেকে ৩০ দিন ব্যবহার করতে হয় !
* সাথে নিমের রসের টিংচার ( হোমিও দোকানে কিনতে পাবে ‘ এজাডিরেকটা ইন্ডিকা Q / Azadirachta indica Q নামে’ ) ১০ ফোটা করে রোজ দুইবার খাবার পর পানি সহ খেলে উপকার পাবেন।
সুত্রঃ ইন্টারনেট
Leave a Reply