ইহা একধরনের রতিজ বা যৌন রোগ।
দূষিত যৌন সহবাসের পর অধিকাংশ রোগীদের এই রোগ-বীজ যা টিপোনেমা পেলিডাম নামক সিফিলিস জীবানু দ্বারা সংক্রামিত হওয়ার ৭ থেকে ১৪ দিনের মধ্যে প্রথমে উপদংশের ক্ষত দেখা যায়, রোগ জীবানু সংক্রমন ও রোগ লক্ষন প্রকাশের অন্তবর্তী কাল হলো সাত থেকে চৌদ্দ দিন।কখনো ও আগে বা পরে হতে পারে। ইহা প্রথমে ছোট একটি ফুস্কুড়ি, পরে উচু সীমানা যুক্ত দুষিত ক্ষতে পরিনত হয়।
সিফিলিসের কিছু মানসিক লক্ষন:-
১.কোন কিছুর প্রতি আসক্তি আকাঙ্খা কমে যায়,যাহা সব সময় বিষন্ন ও মন মরা ভাব।
২.উপলব্দি করার ক্ষমতা কম,স্মৃতি শক্তিও বিলুপ্ত হয়ে পড়ে।
৩.সন্দেহ প্রবণ, সঙ্গী পছন্দ করে না,একা থাকতে চায়।
৪.আত্নহত্যার প্রবল ইচ্ছা,বেঁচে থাকার অনিচ্ছা। ৫.রাতে মন ভরা ক্রান্ত ও উদ্বেগপুর্ন থাকে।
৬. রূগীরা ক্রমশঃ হতশাগ্রস্ত হয়ে পড়ে ও নিজেদের অপরাধী ভাবে।
(মন ও মানসিক চিন্তা চেতনাকে বিকৃত করার মাধ্যমে বুদ্বি বৃত্তিকে একেবারে অকেজো করে ফেলাই সিফিলিসের প্রধানতম কাজ)।
সুত্রঃ ইন্টারনেট
Leave a Reply