-
- নীড় পাতা, প্রয়োজনীয় ওষুধ
- ১০ টি সিরাপ সম্পর্কে বিস্তারিত তথ্য
- পোস্ট করা হয়েছে: জুন, ১৫, ২০২০, ১:৩২ পূর্বাহ্ণ
- 212 বার পড়া হয়েছে;
সিরাপ সম্পর্কে জানুন
সব প্যাথিতেই সিরাপ বা শরবত আছে। সুতরাং হোমিওপ্যাথিতেও থাকবে এটাই স্বাভাবিক। আজকের এই পোষ্টে আমি তুলে ধরবো এমন ১০টি সিরাপ/শরবত সম্পর্কে যা জানাটা আমার মনে হয় জরুরী। তো চলুন শুরু করি।
- লিউকোরিপ সিরাপঃ শ্বেত প্রদর ও অতিরিক্ত ঋতুস্রাবের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- ইউরিলেডঃ মূত্রকৃচ্ছতা, যকৃতের প্রতিবন্ধকতা ও প্রদাহজনিত জন্ডিস, প্রদাহজনিত জ্বর, বৃক্ব এবং মূত্রথলির অসাড় পদার্থ নিঃসরণ করে।
- জিএল কেয়ারঃ গ্যাস্ট্রিক, আলসার, ক্ষুধামন্দা, পেট ফাঁপা, বদহজম, পিত্তশূল, অম্লশূল, নাভি শূল, কৃমি শূল, বায়ু শূল, লিভার দোষ, চুকা ঢেকুর ওঠা, বুক জ্বালা, কোষ্ঠকাঠিন্য, পেটের ব্যথা, বমি-বমি ভাব, বমি হওয়া, তরল দাস্ত সহ যাবতীয় পেটের রোগের মহাফলপ্রদ মহৌষধ।
- হেপালেডঃ জন্ডিস, হেপাটাইটিস, লিভার বড় হয়ে যাওয়া, ক্ষুধামন্দা এবং লিভার সংক্রান্ত রোগে কার্যকর।
- আলফালফাঃ হৃদযন্ত্র, স্নায়ুমন্ডলী এবং মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে, গতি সঞ্চারক, ক্ষুধা বৃদ্ধিকারক, পিত্তের প্রকোপ নিবারণে, স্ত্রীলোকদের অতিরিক্ত রক্তস্রাবের পর এবং গর্ভাবস্থায় ও প্রসবকালে ইহা ফলপ্রদ। দীর্ঘদিন রোগভোগের পর দিন দিন দূর্বল, রক্তশুন্য ও জীর্ণশীর্ণ হয়ে পড়লে ইহা দেহে রক্ত প্রবাহিত করে এবং দেহকে বলিষ্ঠ করে তোলে।
- রিপোকফঃ স্বর্দি ও কাশি নিবারণ করে।
- আমলকিঃ অম্ল, অজীর্ণ, পেট ফাপা, ক্ষুধামন্দা, অগ্নিমন্দা, সর্বপ্রকার পেট ব্যথা, বদহজম, কোষ্ঠবদ্ধতা, কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক পীড়া এবং নতুন ও পুরাতন আমাশয়ে কার্যকর।
- এলস্টোনিয়া এস Q সিরাপঃ সকল প্রকার জ্বর দ্রুত আরোগ্য করে। জ্বর সহ মাথা ব্যথা, গায়ে ব্যথা লক্ষণে এটা খুবই কার্যকরী।
- রিপ চায়নাঃ পুষ্টিহীনতা, সাধারন দূর্বলতা, রক্তের স্বল্পতা এবং ভিটামিন এ ও সি এর অভাবজনিত লক্ষণে অত্যন্ত কার্যকর।
- এনটিকো সিরাপঃ বুকের জমাট বাধা ঘন কফ অধিকতর তরল করে বের করে দেয়, শুষ্ক কাশি উপশম করে। এছাড়াও শুকনো সর্দি, ধুমপানজনিত কাশি উপশম করে।
[বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল হোমিওপ্যাথি সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারিরীক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগীতা নিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।]
আরও পড়ুন:
Leave a Reply