বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় দুই মুখ অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে এ যাত্রা এত সহজ ছিল না। কারণ, বিয়ের আগে নিজেই নাখোশ ছিলেন মুনমুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে খোলামেলা কথা বলেন তিনি।
বিয়েতে রাজি না হওয়ার কারণ
সাক্ষাৎকারে মুনমুন জানান, তার মা ছোটবেলা থেকেই বলতেন, পরিবারের মেয়েদের নোয়াখালী বা বরিশালের ছেলেদের সঙ্গে বিয়ে দেবেন না। একইভাবে তার তিন ভাইয়ের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত ছিল। পরিবারের এই অনীহাই প্রথমদিকে তাকে দ্বিধায় ফেলে দেয়।
তিনি বলেন,
“আমি প্রথমে রাজি ছিলাম না। কিন্তু পরে আব্বু-আম্মুসহ পরিবার সবাই আমাকে বোঝায়। তারা বলে, জামিল খুব ভালো ছেলে। কেবল এলাকার কারণে এমন মানুষকে না বলা ঠিক হবে না। শেষ পর্যন্ত আমি রাজি হই।”
মুনমুনের বর্তমান অনুভূতি
অভিনেত্রী আরও যোগ করেন,
“এখন আমার মনে হচ্ছে— সব জায়গাতেই ভালো ও খারাপ মানুষ আছে। নোয়াখালী বলেই খারাপ হবে এমন নয়। জামিল খুবই ভালো মানুষ। আমি ভাগ্যবান যে তাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি।”
এছাড়াও তিনি জানান, শিগগিরই দুজনকে নিয়ে একটি নতুন নাটক প্রচারিত হবে। ইতোমধ্যেই আরটিভিতে কাজটি সম্প্রচারিত হয়েছে। দর্শকদের প্রতি তার অনুরোধ, তাদের জন্য দোয়া করতে।
জামিলের অভিজ্ঞতা
অন্যদিকে জামিল হোসেন বলেন,
“বিয়ের পর কিছুদিন লন্ডনে ছিলাম। তারপর ফিরেই আবার তুরস্কে ভ্রমণ করি। এ সময়টা আমাদের জন্য ভীষণ আনন্দময় ছিল।”
বিয়ের আয়োজন
গত ৬ এপ্রিল রাতে ঢাকার উত্তরা এলাকায় দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বন্ধু, আত্মীয়স্বজনসহ ঘনিষ্ঠজনরা এ আয়োজনের অংশ নেন।
মুনমুনের পড়াশোনা ও ক্যারিয়ার
ঢাকাতেই বেড়ে ওঠা মুনমুন আহমেদ মুন ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেন। ২০১৭ সালে তিনি মালয়েশিয়ার মাহশা ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার জন্য যান। সেখানে পড়াশোনার পাশাপাশি ধীরে ধীরে বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ শুরু করেন।
তারপরই শোবিজ অঙ্গনে নাম লেখান তিনি। ইতিমধ্যে তিনি ১৫টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন। নাটকেও তার অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে। খুব অল্প সময়েই তিনি নিজের দক্ষ অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
উপসংহার
জামিল ও মুনমুনের সম্পর্ক শুরু হয়েছিল প্রেম দিয়ে, আর এখন তা রূপ নিয়েছে দাম্পত্য জীবনে। প্রথমদিকে দ্বিধা থাকলেও এখন মুনমুন মনে করেন, জীবনসঙ্গী হিসেবে জামিল তার জন্য সঠিক সিদ্ধান্ত ছিল। তাদের এই সুন্দর জীবনের গল্প ইতোমধ্যেই ভক্ত-দর্শকদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুন: অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক হত্যা মামলায় গ্রেফতার