ওসমান হাদি ভাইয়ের সাথে ব্যক্তিগত কোন পরিচয় নেই। তবে এখন আত্মার পরিচয় রয়েছে। আত্মার সাথে আত্মার পরিচয়। কত পত্র-পত্রিকার খবরে প্রকাশ হয়েছে যে, হাদি ভাই মারা গেছেন। কিন্তু তিনি কি সত্যিই মারা গেছেন! এমন মানুষ কি মারা যেতে পারে, পারে না – এটাই সত্যি। আর তাই তো তিনি অমর হয়ে রইলেন আমাদের মাঝে।
এমন লাখো মানুষ আজ কাঁদছে যারা কাছ থেকে ওসমান হাদি ভাইকে একবারের জন্যও দেখেনি। বাস্তবে দেখেনি। হয়তো ক্যামেরায় দেখেছে। একটা মানুষ কতোটা মন জয় করতে পারলে এভাবে অপরিচিত মানুষগুলোও কাঁদে! আজ আমিও কাঁদছি, আমার দেশ কাঁদছে, দেশের মানুষ কাঁদছে।
পৃথিবীতে এমন মানুষ লাখেও একটা জন্ম নেয় কিনা আমার সন্দেহ। আমার দেখামতে, কোন রাজনৈতিক নেতা মারা গেলে মানুষ এতোটা কাঁদেনি। মনেও করেনি। কিন্তু তার মৃত্যু মানুষ যেন সইতে পারছে না। এদেশের মাটি আজ তার অপেক্ষায়। সোশ্যাল মিডিয়াতে ওসমান হাদি ভাইয়ের কয়েকটি বক্তব্য শুনেছি, দেখেছি। আর বেশি কিছু আমাকে জানতে হয়নি। সে যে সত্যিকার অর্থে একজন মানুষ তা আর বলার অপেক্ষা রাখে না।
আমি শুনেছি, আল্লাহ নাকি খুব ভালো মানুষকে পৃথিবীতে খুব বেশিদিন রাখেন না। আবার যদি সে পাপ করে বসে (যদিও তওবার রাস্তা খোলা থাকে)। আসলে এটা একটা ধারণা মাত্র আমার। তবে আমি এইটুকু বলবো যে, আমার বয়স এখন ৩০ বছর রানিং। আমার দেখামতে, এরকম রাজনীতিবিদ আমি কোনদিন দেখিনি।
হাজার হাজার রাজনীতিবিদ দেখেছি যারা শুধু নিজের পকেট ভারী করা নিয়ে ব্যস্ত। আর যখন ক্ষমতাপ্রাপ্ত হয় তখন তা গরীবের উপর প্রয়োগ করতে ব্যস্ত। মানুষ দেখিনি। সব অমানুষ দেখেছি। যদি সেটাই না হবে তাহলে আমাদের দেশের অবস্থা বর্তমানে এমন থাকতো না।
মহান আল্লাহর কাছে একটাই আকুল আবেদন করি আমি, ওসমান হাদি ভাইকে শহীদ হিসেবে কবুল হয়। তার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। তার সন্তান-সন্ততি, পরিবার সবাই যেন সম্মানের সাথে বাঁচতে পারে, নিরাপদে বাঁচতে পারে। মানুষরূপী কুকুরগুলো থেকে আল্লাহ যেন উনার পরিবারকে হেফাজত করেন।
তবে আমার বিশ্বাস, ওসমান হাদি ভাই রূপে আবার কেউ না কেউ আমাদের বাংলার জমিনে আসবেন। বাংলাকে শাসন করবেন। বাংলার মানুষের জন্য শান্তি বয়ে আনবেন। থাকবে না কোন হিংসা, বিদ্বেশ, মারামারি, কাটাকাটি, রেষারেষি। দেশের আনাচে কানাচে সব জায়গায় থাকবে শুধু শান্তি আর শান্তি।
অপরাধীদের বিচার অবশ্যই হবে। ইহকালে না হলে পরকালে তো অবশ্যই হবে। তবে বিশ্বাস করি, ইহকালে কিছুটা হলেও হবে। ও আল্লাহ, যারা জুলুম করলো তাদের বিচার তুমি করিও। তাদের হেদায়েত দান করিও।
ওসমান হাদি ভাই, ইহকালে তো আপনার সাথে দেখা হয়নি। পরকালে যেন আপনার সাথে দেখা হয় সেই আশা করবো আল্লাহর কাছে। আপনার মতো একজন সৎ, সাহসী মানুষকে দেখার স্বপ্ন থাকবে কোটি মানুষের হৃদয়ে। ওপারে আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনার জন্য কোটি মানুষের হৃদয় থেকে দোয়া বৃথা যাবে না ইনশাআল্লাহ।
আরও পড়ুন: মানুষকে কষ্ট দিলে কী হয়? কুরআন-হাদিসের আলোকে বাস্তব সত্য



