সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার অন্যতম আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাতে ঢাকার সাভারের খাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম শাকের আহমদ (২৪)। তিনি জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মাইজগ্রামের বাসিন্দা।
মামলার ঘটনা
চলতি বছরের ২৬ জুলাই সকালবেলায় জকিগঞ্জের শাহগলি বাজার এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী (১৬) এরপর ৩০ জুলাই থানায় মামলা দায়ের করেন। মামলায় মোট পাঁচ যুবকের নাম উল্লেখ করা হয়।
তালিকায় থাকা অন্য অভিযুক্তরা হলেন—
ইমরান আহমদ (২৩), গ্রাম: নিদনপুর
তানজিদ আহমদ (১৮), গ্রাম: খিলগ্রাম
শাকিল আহমদ (২১), গ্রাম: মাইজগ্রাম
মুমিন আহমদ (২০), গ্রাম: মনতৈল
এজাহারের বিবরণ
এজাহারে উল্লেখ আছে, ভুক্তভোগী তাঁর এক সহপাঠীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। সেই সুযোগে অভিযুক্তরা গোপনে ছবি তোলে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ভয় দেখিয়ে তাঁকে জোরপূর্বক ইটভাটার পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। ঘটনা ফাঁস করলে ছবি ফেসবুকে প্রকাশ করা হবে বলে হুমকিও দেওয়া হয়।
র্যাবের বক্তব্য
র্যাব-৯–এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম বলেন, “অভিযুক্ত শাকের আহমদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জকিগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অন্য আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”
শেষ কথা,
এ ধরনের অপরাধ শুধু ভুক্তভোগীর নয়, গোটা সমাজের জন্য ভয়াবহ। কিশোর-কিশোরীদের সুরক্ষায় পরিবার ও প্রশাসনের যৌথ উদ্যোগ অপরিহার্য। পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত হলে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব।
আরও পড়ুন: সিলেটের সাদাপাথর লুট: ৪২ জনের নাম উঠে এসেছে তদন্তে